বক্তাবলী আ’লীগের সাধারণ সম্পাদক হতে চান খোরশেদ মাস্টার

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পাঁচটি ইউনিয়ন নিয়ে ফতুল্লা থানা এলাকা। এরমধ্যে বক্তাবলী ইউনিয়নটি রাজনৈতিক কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ ইউনিয়নের সন্তান শহীদ উল্লাহ দীর্ঘদিন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঠিক তাঁর পরেই ওই পদের দায়িত্ব নেন এই ইউনিয়নের আরেক সন্তান এম শওকত আলী। ২০০৪ সাল থেকে তিনি দায়িত্ব পালন করে চলেছেন।

 

আগামী সম্মেলনেও এম শওকত আলীর এ পদে থাকা প্রায় নিশ্চিত।

 

এদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে থানার অর্ন্তগত পাঁচটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তোরজোর শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বক্তাবলীতে আওয়ামী লীগের শীর্ষ পদ পেতে অনেকেই গ্রুপিং লবিং শুরু করেছেন।

 

বক্তাবলীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে খোরশেদ আলম মাস্টার অন্যতম। এ পদে প্রার্থীতা ঘোষণা করে ইতোমধ্যে এলাকায় ব্যানার-ফেস্টুন সাঁটানো থেকে শুরু করে প্রচার-প্রচারণাও করছেন।

 

খোরশেদ মাস্টার জানান, তিনি ১৯৯৬ সাল থেকে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগর সাথে কাজ করছেন। প্রবিন এই শিক্ষক দলিয় প্রতিটি কর্মসূচীতে সক্রিয় থেকে কাজ করেছেন তিনি। স্থানীয় আওয়ামীলীগের শত শত কর্মী একত্রিত হয়েছে তার ডাকে। ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলীর আস্থাভাজন এই শিক্ষক সুস্থ্য রাজনীতিতে বেশ সুনাম কুড়িয়েছেন ।

 

বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রসঙ্গে খোরশেদ আলম মাস্টার বলেন, এ মাসেই কাউন্সিল হওয়ার সম্ভাবনা বেশী। জেলার প্রতিটি থানার আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে। আমরা আমাদের নেতা আলহাজ্ব শওকত আলী সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে দলের হয়ে কাজ করে যাচ্ছি। অনেক বছর হলো বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলীগের সাথে কাজ করছি। আমার নেতা আলহাজ্ব শওকত আলী সাহেব আমাকে দলের প্রয়োজনে যেখানে যোগ্য মনে করবেন, আমি সেখানে থেকেই দলের হয়ে কাজ করবো।

 

এক প্রশ্নের জবাবে তিনি প্রেসবাংলা২৪ডটকম’কে বলেন, ব্যক্তিগত প্রত্যাশার কথা বলতে গেলে আমি বক্তাবলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশা করছি। এখন দলের নেতৃবৃন্দরা যেটা ভালো মনে করবেন, সেটাই হবে। আমি সেখানে থেকেই দলের নিবেদিত প্রাণ হয়ে কাজ করবো।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com