অবশেষে সম্রাট আটক

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ক্যাসিনো কাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে আটক করেছে র‍্যাব। এ সময় তার সহযোগী ক্যাসিনো আরমানকেও আটক করা হয়।

রোববার (৬ অক্টোবর) ভোর ৫ টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে  বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারওয়ার বিন কাশেম।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তাদের
আটক করা হয়েছে।

অভিযোগ আছে, রাজধানীর ক্লাবপাড়ায় ক্যাসিনো ব্যবসা চালিয়ে কোটি কোটি টাকা মালিক হয়েছেন তিনি।

র‍্যাব-পুলিশ সূত্রে বলছে, ক্যাসিনোকাণ্ডে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারাই সম্রাটের নাম বলছেন।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com