বন্দরে ইয়াবার চালান নিয়ে আটক চেয়ারম্যান পূত্র

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবার চালান নিয়ে গ্রেপ্তার হয়েছে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের ছেলে।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুতুববাগ দরবার শরীফ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা  হলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার প্রধানের ছেলে বায়তুল প্রধান  এবং  ফতুল্লার জয়নাল আবেদিনের ছেলে ইকবাল হোসেন।

র‌্যাব ১১ এক বার্তায়  এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা  দীর্ঘদনি ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।তাদের  বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com