সোনারগাঁওয়ে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

 

সোনারগাঁও প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে হাত ও পা কাটা অবস্থায় অজ্ঞাত (১৮) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় মোগরাপাড়া ইউনিয়নের কাদিরনগর এলাকার ঝোঁপ থেকে ঐ কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (৪অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মোগরাপাড়া-মঙ্গলেরগাঁও সড়কের কাদিরনগর এলাকার পার্শ্ববর্তী একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) পংকজ কুমার জানান, মোগরাপাড়া ইউনিয়নের পিয়ার নগর এলাকার রাস্তার পাশের একটি ঝোপের মধ্যে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত একটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । পরে ওই কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহটি নির্জন স্থানে ফেলে যায়। হত্যার বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।”

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com