শিশুদের জন্য সপ্তাহে একদিন দু’টি পার্ক ফ্রি প্রবেশ ঘোষণা মেয়রের
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শিশুদের জন্য নগরীর শেখ রাসেল পার্ক ও পঞ্চবটির এ্যাডভেঞ্চারল্যান্ড সপ্তাহে একদিন ফ্রি প্রবেশ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বেইলী স্কুলের এক শিক্ষার্থীর দাবির প্রেক্ষিতে তিনি এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) নগরীর চাষাড়ায় বেইলী স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ
ঘোষণা দেন।
অনুষ্ঠানে তিনি বলেন, যে নদীর পানি এক সময় আশীর্বাদ মনে করা হতো। সেই নদীতে এখন প্রতি বছর প্রচুর মাছ ভেসে ওঠে৷ এই নদীর পানি আমরাই নষ্ট করেছি৷ নদীর পাড়ে সার কারখানা, সাবান কারখানা, ডাইং কারখানা৷ এগুলোর জন্য আইন আছে, অধিদপ্তর আছে, ম্যাজিস্ট্রেট আছে। কিন্তু কার্যকরিতা নেই।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘সিঙ্গাপুর মালয়েশিয়া এমনি এমনি হয় নাই৷ সেখানে রাস্তায় থুথু ফেললেও জেল-জরিমানা হয়৷ এই রকম আইন এদেশেও আছে৷ তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী কেন এসব প্রয়োগ করে না?’
মেয়র আরো বলেন, তাহলে বলতে পারেন, সিটি কর্পোরেশন তাহলে কি করবে? আসলে সিটি কর্পোরেশন হচ্ছে ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম বাদশা৷ রাস্তাঘাট পরিষ্কার ছাড়া সিটি কর্পোরেশনের কোন কাজ নাই৷ তাও ঠিকমতো করতে পারি না৷ জরিমানা করতে গেলেও ম্যাজিস্ট্রেট লাগবে৷ স্থানীয় সরকারকে খুবই দুর্বল করে রাখা হয়েছে৷
বেইলী স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি কাশেম জামালের সভাপতিত্বে ও আহমেদ বাবলুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, বেইলী স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হকসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ৷