পঞ্চমবারের মতো বিকেএমই’র সভাপতি হলেন সেলিম ওসমান

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: টানা পঞ্চম বারের মতো বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর সভাপতি নির্বাচিত হলেন সেলিম ওসমান।

 

পাশাপাশি প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, দ্বিতীয় সহ-সভাপতি অমল পোদ্দার, তৃতীয় সহ-সভাপতি পাওহার সিরাজ জামিল, সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন মোরশেদ সারোয়ার সোহেল।

 

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর ২টায় বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণকারী নেতৃবৃন্দর নাম ঘোষণা করা হয়। সংগঠনটির সভাপতি, সহ-সভাপতি ছাড়াও পরিচালনা পর্ষদে আরো ২২ জনকে পরিচালক হিসেবে ঘোষণা করেন।

এর আগে ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নীট শিল্প মালিকগণ ২৭টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। তাই ২৬ অক্টোবর ভোট গ্রহণের কথা থাকলেও বাণিজ্য সংগঠন বিধিমালার বিধি ১৭ অনুযায়ী তার প্রয়োজন পড়ে না। ফলে বিধি অনুযায়ী ২০১৯-২১ মেয়াদে ২৭ সদস্য বিশিষ্ট বিকেএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়।

পরিচালনা পর্ষদের বাকি সদস্যরা হলেন, নারায়ণগঞ্জ অঞ্চল থেকে মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, জি এম ফারুক, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, নাসিমুল তারেক মঈন, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. কবীর হোসেন, তারেক আফজল, মজিবুর রহমান, ঢাকা অঞ্চল থেকে মনসুর আহম্মেদ, ফজলে শামীম এহসান, মোস্তফা জামাল পাশা, এম আই সিদ্দিক (সেলিম মাহবুব), মো. মোস্তফা মনোয়ার ভূঁইয়া, ইমরান কাদের তুর্য, এবং চট্রগ্রাম অঞ্চল রাজিব দাস সুজয়, মো. হাসান, আহমেদ নূর ফয়সাল, মির্জা আকবর আলী চৌধুরী।

 

বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন এফবিসিসিআইএর সাবেক সিনিয়র সহ-সভা্পতি মোহাম্মদ আলী। এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ ক্লাব লি. এর সভাপতি সোলায়মান সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহ-সভাপতি মো, রাশেদ সারোয়ার। সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রউফ ও বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান খান।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com