না’গঞ্জে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

 

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ফিরোজ মিয়া (৩৪) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

 

 বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচার মোহাম্মদ শাহীন উদ্দিন দণ্ডিতের উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডিত ফিরোজ মিয়া বরিশালের ডাকুয়া নারায়ণপুরে মৃত আমির হোসেনের ছেলে। সে পরিবার নিয়ে ফতুল্লা থানার ফরাজীকান্দা এলাকায় বসবাস করতো।

 

আদালতের সরকারী কৌশুলী (পিপি) রকিবউদ্দিন জানান, ২০১৫ সালের ১৪ মার্চ একই বাড়ির ভাড়াটিয়া শিশুটিকে টিভি দেখার কথা বলে নিে সে ধর্ষণ করে।

 

রকিব আরও জানান, দণ্ডিতের ৫০ হাজার টাকা জরিমানা ধর্ষিতার পরিবারকে দিতে রায়ে বলা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com