এসপি হারুনের নেতৃত্বে প্রায় ১০০কোটি টাকার নকল পণ্য জব্দ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় এসপি হারুনের নেতৃত্বে অভিযান চালিয়ে নকল প্রসাধনী সহ নকল স্টিকার লাগানো ইলেকট্রনিক পণ্য (যার আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি টাকা) উদ্ধার ।

 

বুধবার (২ অক্টোবর) রাত ১০টা থেকে এই অভিযান শুরু হয়। নারায়ণঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল এই অভিযান পরিচালনা করেছেন ।

 

পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, মুনস্টার মার্কেটিং প্রাইভেট লিমিটেড ও ম্যাক্স ইলেকট্রো ইন্ডাস্ট্রিজ নামে দুই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নকল প্রসাধনী ও ইলেকট্রনিক পণ্য তৈরি করে আসছিল। প্রতিষ্ঠান দুটির মালিক বেলায়েত হোসোন পলাতক থাকলেও স্টাফসহ আট জনকে আটক করা হয়েছে। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আমরা ফৌজদারী মামলা করে অবশ্যই আইনের আওতায় আনব ।

 

তিনি আরোও বলেন, এ সমস্ত নকল প্রসাধনী ও পণ্য তৈরী ও বিক্রি করা আইনত অবৈধ । এতে করে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে । আমরা এর বিরুদ্ধে সোচ্চার আছি ।  আমারা সামনে আরো এ ধরনের অভিযান অব্যহত রাখব ।

আটককৃত ব্যক্তিরা হলেন – অহিদুল ইসলাম (৩৫), সিরাজুল ইসলাম (১৮), সোহাগ (২৪), আমিনুল ইসলাম (৩২), রাজীব (১৮), মাইনুল ইসলাম (৩২), মেহেদী হাসান (১৮) ও একাউন্ট অফিসার সাইফুল ইসলাম (৩৫)।

 

জব্দ করা পণ্য সামগ্রীর মূল্য আনুমানিক ১০০ কোটি টাকা হবে বলে  জানান নারায়ণগঞ্জ  পুলিশ সুপার হারুনুর রশিদ ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com