আড়াইহাজারে ইয়াবাসহ গ্রেফতার ৪

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
র্যাব ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১১ এর একটি দল আড়াইহাজার উপজেলায় টহল ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দয়াকান্দা পূর্বপাড়া এলাকায় ব্যাপারী বাড়িতে অভিযান চালান। সেখানে মাদক বিক্রি করার সময় র্যাব শওকত আল ী(৪৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে। পরে তার দেহ তলাøাসী করে তার কোমরে পলিথিনের মধ্যে থেকে ১০১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
র্যাব-১১ এর ডিএডি ফরিদুর রহমান জানান, গ্রেফতারকৃত শওকত আলী দয়াকান্দা এলাকার মৃত রওশন আলীর ছেলে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা হয়েছে।
অপরদিকে একই দিন রাত ৮টার সময় আড়াইহাজার থানা পুলিশের টহলরত একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর ব্রিজে অভিযান চালান। ঐ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালানোর সময় পুলিশ সেখান থেকে পাঁচরুখী এলাকার মোমেন মিয়ার ছেলে রাসেল মিয়া(৩৩),লস্করদী এলাকার আলী হোসেনের ছেলে মনির হোসেন(৩৮) ও একই এলাকার মৃত হেলাল মিয়ার ছেলে মোতালেব মিয়া(৭৪) কে আটক করে। পরে তাদের দেহ তল্লাসী করে রাসেল মিয়ার কাছ থেকে ৩০পিচ,মনির হোসেনের কাছ থেকে ১০পিচ ও মোতালেব মিয়ার কাছ থেকে ৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।