ছিনতাইয়ের অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মারধর করে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার দাস জানান, একই ইউনিয়নের রুহিলা এলাকার ইটভাটা ব্যবসায়ী পনির মিয়া তার ব্যবসায়ীক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুয়ারা এলাকার গোলজার হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকন তার সহযোগী সামাদের ছেলে রাজু, সাজা মিয়ার ছেলে জাকারিয়া ব্যবসায়ী পনির মিয়ার পথরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় ব্যবসায়ীর পনির মিয়ার ইট বিক্রির নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় ব্যবসায়ীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। মঙ্গলবার রাতে পনির মিয়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে।