নূর হোসেনের ৩ মামলায় সাক্ষ্যগ্রহণ
![](https://pressbangla24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেনের বিরুদ্ধে ৩টি চাঁদাবাজি মামলায় ৬জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা ৮টি চাঁদাবাজি মামলায় হাজিরার জন্য তাকে আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালতে ওই ৬জনের সাক্ষ্য নেয়া হয়। নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা বিশেষ ট্রাইব্যুনালের মামলাগুলো হচ্ছে-১০২/১৫, ৪৬১/১৬, ০৬/১৫। চাঁদাবাজির মোট ৮টি মামলার মধ্যে ৩টিতে মামলার আসামী নূর হোসেন, তার ভাই নূর উদ্দিন ও ভাতিজা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহজালাল বাদলের উপস্থিতিতেই ৬জনের সাক্ষ্য নেয়া হয়।
এ সময়ে আসামী পক্ষের আইনজীবী ছিলেন এড. খোকন সাহা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমিন আহম্মেদ জানান, আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামী নূর হোসেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ করা হয়। এ সময়ে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের ২০২০ সালের ৫ জানুয়ারি দিন ধার্য রেখেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২জনু ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ অটোরিক্সা চালক সাইদুল ইসলাম বাদী হয়ে নূর হোসেন, তার ভাই নূর উদ্দিন, ভাতিজা শাহজালাল বাদল ও লোকমানকে আসামী করে মামলা করেন।
২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় ওই ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করেন নূর হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় ব্যবসায়ী ইকবাল হোসেন নূর হোসেন সহ ৬জনকে আসামী করে মামলা করেন।
এছাড়াও পুলিশের উপ-পরিদর্শক অজিত কুমার মিত্র আরেকটি চাঁদাবাজির মামলা করেন।