চাষাড়ায় রোগী মৃত্যুর অভিযোগে কেয়ার হাসপাতাল ভাঙচুর

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর চাষাড়ায় কেয়ার জেনারেল হাসপাতালে মিলি (৩০) নামে এক নারীর মৃত্যুতে হাসপাতাল ভাঙচুর করেছেন স্বজনরা৷ স্বজনদের অভিযোগ, কেয়ার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে৷

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালে এ ঘটনা ঘটে৷

 

নিহত মিলি শহরের ফতুল্লার সস্তাপুর এলাকার ব্যবসায়ী শাহ্ আলমের স্ত্রী৷

 

নিহতের স্বজনরা জানান, মিলির মাথায় ব্যাথ্যাজনিত সমস্যার কারণে শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডা. জাহেদ আলীর শরনাপন্ন হলে চিকিৎসক তাকে কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন৷ পরে দুপুর ৩টার দিকে মারা যায় বলে চিকিৎসক জানান৷

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com