সিঙ্গাপুরে প্রধানমন্ত্রীর ৭৩ তম জম্মদিন উদযাপন
শাহাদত রাসেল, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগ সিঙ্গাপুর শাখার আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন পালন করা হয় । সিঙ্গাপুরের ফখরুদ্দিন রেষ্টুরেন্ট এর হল রুমে রাত ৮টায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার ( ১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় সিঙ্গাপুর আওয়ামীলীগ এর উদ্দ্যোগে প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন উৎসব পালন করা হয় ।
অনুষ্ঠানে সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন এর-সভাপত্বিতে এবং সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের বিশিষ্ট ব্যাবসায়ি বাংলাদেশ আওয়ামীলীগে উপ কমিটির সদস্য, প্রফেসর ডঃ আব্দুর রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের কারনে দেশ আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে যা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে সাহায্য করেছে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত হচ্ছে , তাই মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন । তিনি সিঙ্গাপুর আওয়ামীলীগকে এগিয়ে নিতে সর্বত্বাক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আহবায়ক পাবনা জেলা যুবলীগ সানি বিশ্বাস, সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়েজ খান, ইন্জিনিয়ার আবদুল মালেক হীরা, জি এম ফরহাদ, সিঙ্গাপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী , জাকির হোসেন , সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সোহেল , দপ্তর সম্পাদক ইমাম বেপারী, উপ দপ্তর সম্পাদক রাসেল রানা , প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সিঙ্গাপুর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ শওকত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, সিঙ্গাপুর শ্রমীক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাহাজ্জুদ হোসেন, সাধারন সম্পদক উজ্জল, বঙ্গবন্ধু আন্তাজাতিক ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার ভারভাপ্ত সভাপতি শাহাদত রাসেল চৌধুরী, সাধারন সম্পাদক মিরাজ উদ্দিন, ছাত্রলীগের সাভাপতি সোহাগ মাহমুদ, সহ উপস্থিত ছিলেন সিঙ্গাপুর আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের এবং আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ও বঙ্গবন্ধু পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয় এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।