তৃণমূলের পছন্দ বাদল-শওকত

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: যে কোন সময় ঘোষণা হতে যাচ্ছে ফতুল্লা থানা আওয়ামী লীগের নতুন কমিটি। দীর্ঘদিন পর হতে যাওয়া এ সম্মেলনকে কেন্দ্র করে ফতুল্লায় আওয়ামীলীগের মাঠ পর্যায়ের নেতারা চাঙা হয়ে ‍উঠেছে। বেড়েছে তৃণমূল নেতাদের কদরও।

 

এদিকে নতুন নেতৃত্ব নিয়েও চলছে নানান আলোচনা। নতুন করে কে নিতে যাচ্ছে এ কমিটির দায়িত্ব এ নিয়ে ইউনিয়ন পর্যায়ে ও তৃণমূলে ব্যাপক আলোচনা হচ্ছে। একদিকে দীর্ঘদিন পরে সম্মেলন হবার কারণে তৃণমূলের নেতাদের নজর ও আগ্রহের কমতি নেই। দীর্ঘদিন ধরে রাজনীতি করে দলের পদ পেতে আগ্রহীরাও দৌড়ঝাঁপ শুরু করেছেন।

 

২০০৪ সালে দলের দু:সময়ে নেতৃত্বের হালধরে ফতুল্লা থানা আওয়ামীলীগকে সুসংগঠিত করে রেখেছেন সভাপতি সাইফ উল্লাহ বাদল এবং সাধারণ সম্পাদক শওকত আলী। দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের লালন ও তাদের সংগঠিত করার কাজটিও করে চলেছেন সততার সাথে। বয়সের ভারকে উপেক্ষা করে অনেকটা তরুণদের মতোই মাঠ চষে বেড়ান এই দুই নেতা। ফলে মাঠ পর্যায়ের নেতারাও পুনরায় সাইফ বাদল ও শওকতকে চায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ।

 

তাদের মতে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দু’টি অপরিবর্তিত রেখে পরিশ্রমি ও মেধাবী কয়েকজন নেতাকে সুযোগ দিয়ে সামনে এনে ফতুল্লা থানা কমিটিকে আরো গতিশীল করা প্রয়োজন। অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রনে যেন কমিটির ভারসাম্য বজায় থাকে।

 

এ ব্যাপারে ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, শওকত আলী সাহেব জননেতা শামীম ওসমানের নেতৃত্বে ফতুল্লার রাজনীতিতে কতোটা দক্ষতার সাথে দলের কাজ করে চলেছেন আপনারা ভালো জানেন। আমি ওনার একজন নগন্য কর্মী হিসেবে এটাই বলবো যে শওকত সাহেবকে এখনও তৃণমূলে চায়। সাইফ উল্লাহ বাদল এবং শওকত আলী শুধু থানা আওয়ামীলীগের নেতাই নন, তারা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অভিভাবকের দায়িত্ব পালনেও ভুমিকা রাখেন।

 

 

তিনি আরও বলেন, এই দুই নেতার নেতৃত্বে যেমন দল গতিশীল ছিল, তেমনি নেতৃত্বের বিকাশও ঘটেছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com