সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ পিতা-পুত্র সহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে এসময় পিস্তল তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়। শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের সাইলো গেট এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলো-আলী আকবর লাভলু সরকার (৫৩) ও তার ছেলে কামরুজ্জামান নওশাদ সরকার ও একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মজিবর রহমান (৩৮)। পুলিশের দাবি, সাইলো এলাকার ওই বাড়িতে মূলত: তারা দেশীয় অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছিল।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআইÑ মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের পশ্চিম কদমতলী এলাকার সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র লাভলু সরকার ও নওশাদ সরকারকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে, সাইলো রোডের একটি ফ্লাট বাসায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই বাড়িতে দেশীয় অস্ত্র তৈরি করা হয়। অভিযানে উদ্ধার করা অস্ত্রটি ওই বাড়িতেই বানানো হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান মিজানুর রহমান।