নেতাকর্মীদের অপকর্মে না জড়ানোর আহবান মেয়র আইভীর
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামীলীগের নেতাকর্মীদের চাঁদাবাজি টেন্ডারবাজি সহ কোনরকম অপকর্মের সাথে না জড়ানোর আহবান জানিয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পশ্চিম দেওভোগ এলাকায় হোসাইনিয়া মমতাজিয়া চুনকা সুন্নিয়া মাদ্রাসায় আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক নিজাম উদ্দিন, জেলা আপয়ামীলীগের সহ সভাপতি আদিনাথ বসু, যুবলীগ নেতা খালিদ হাসান, মহানগর যুলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, জেলা আওয়ামীকীগের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, আওয়ামীলীগ নেত্রী রানু খন্দকার সহ অনেকেই।
মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ভাবে বিশ্ব নেতৃত্ব দিচ্ছেন, টেকসই স্যানিটেশন ব্যাবস্থা সহ নানাভাবে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে যেন কোন বিতর্কিত কর্মকান্ডের জন্য আওয়ামীলীগকে দুর্নাম না হয়। আওয়ামীলীগ দেশের সব জায়গায় যে উন্নয়ণ করছে তা যেন এসব কারনে শেষ হয়ে না যায়।
যুবলীগ নেতাকর্মীদের আহবান জানিয়ে বলেন, কোন চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নানা অপকর্মে না জড়িয়ে সব ভাল কর্মের সাথে নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান। একই সাথে যারা আওয়ামীলীগের নাম ব্যাবহার করে চাদাবাজি সন্ত্রাসী ও টেন্ডারবাজি করে দলের ইমেজ নস্ট করছে তাদের বিরুদ্ধে আইনশৃংখলাবাহিনীকে ব্যাবস্থা নেওয়ার আহবান জানান। যেন আওয়ামীলীগ সহ কোন অঙ্গসংগঠনের দুর্নাম না হয়।
এসময় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন, আমার পিতা আলী আহাম্মদ চুনকা আদর্শের রাজনীতি করেছে। সবসময় নিজের স্বার্থ উপেক্ষা করে মানুষের জন্য কাজ করেছেন। আমরা জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শে অনুসরন করে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
পরে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাতাজ ও দোয়া করা হয়েছে।