নগরীতে আবাসিক ভবনে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর আমলাপাড়ায় একটি ভবনের নির্মাণাধীন ফ্লাটে রহস্যজন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আমলাপড়ার এসকে ব্যানার্জী সড়কের বহুতল ওই ভবনটির তৃতীয় তলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলো-শামীম মিয়া (৩০) ও সোহেল মিয়া (২৩)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ৫ তলা বিশিষ্ট ওই ভবনটির মালিক প্রয়াত শিল্পপতি খবির উদ্দিন মোল্লা।
ওই বাড়ির দারোয়ার জহির উদ্দিনের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর উপর থেকে ভাঙা গ্লাস পড়তে থাকে। তা দেখে উপরে গিয়ে দেখা যায় দুইজন শ্রমিক দগ্ধ হয়ে রান্নাঘরের সামনে পড়ে রয়েছে। তারা দু’জনে ফ্লাটটির থাইয়ের কাজ করছিল। তাদের হাত-পা ও শরীর ঝলসে গেছে।
পুলিশ আরও জানায়, প্রথমে তাদের নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে তাদের ঢাকায় পাঠানো হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি প্রেসবাংলা২৪ডটকম’কে জানান, ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্ধারে কাজ করছে পুলিশ।