অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক হতে আহবান আনোয়ারের

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, শেখ হাসিনার এগিয়ে যাবার পথকে বাধাগ্রস্থ করার জন্যই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র চালাচ্ছে। কিন্তু অবিচল জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন।

 

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর বঙ্গবন্ধু রোডস্থ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বির্তকিত করার জন্য অনুপ্রবেশকারী রা দলে ডুকতে চাচ্ছে। সে সকল অনুপ্রবেশকারীদের সংনাক্ত করে ব্যবস্থা নিচ্ছে নেত্রী। দলের অনেক এমপি মন্ত্রীও নজরদারিতে আছেন।

 

 

এ সময়ে আরও উপস্থিত ছিলন-সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সম্পাদক  আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com