না’গঞ্জে নদী দূষন করায় ৭ প্রতিষ্ঠানকে প্রায় ৩ কোটি টাকা জরিমানা !

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের কারখানায় তরল বর্জ্য পরিশোধনাগার না থাকায় ৬টি ডাইং ও ১টি রি-রোলিং মিলকে ৩ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ১৩৫ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ৭টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট ইউনিটের পরিচালক রুবিনা ফেরদৌসী ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ র‌্যাব ও পুলিশ সদস্য।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার জানান, এই অভিযানে রূপসী ডাইং ও কারখানাকে ক্ষতিপূরণ হিসেবে ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬৪০ টাকা, মেসার্স ফজর আলী ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানাকে ৭০ লাখ ৩৩ হাজার ৪৪০ টাকা, মেসার্স জি এম ডাইং স্কিন প্রিন্ট কারখানাকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ টাকা, বরকত ডায়িং কারখানাকে ২ লাখ ৬১ হাজার ৪৪০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স আল ফাততা টেক্সটাইলকে ১৯ লাখ ৫৫ হাজার ২৭৯ টাকা, আল ফাততা ডাইং ১ লাখ ৯০ হাজার ২৪০ টাকা এবং আল হাবিব রি-রোলিং মিল ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সাঈদ আনোয়ার বলেন, এই প্রতিষ্ঠানগুলো তাদের রাসায়নিক পদার্থ মিশ্রিত বর্জ্য পরিশোধন না করে সরাসরি শীতলক্ষ্যা নদীতে দূষিত বর্জ্য ফেলে আসছিল। যার ফলে শীতলক্ষ্যা নদী দূষণ হচ্ছে।

তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com