বন্দরে ফার্মেসী মালিকের ১ বছরের জেল

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নিষিদ্ধ ওষুধ রাখার অপরাধে বন্দরের গকুল দাশের বাগের মোশারফ হোসেন নামের এক ফার্মেসী মালিককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) আফিফা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে এ দণ্ড দেন।

 

গকুল দাশেরবাগ চৌরাস্তা হেলথ ফার্মেসী নামের ওই প্রতিষ্ঠানে সকালে অভিযান চালিয়ে নিষিদ্ধ ওষুধ ছাড়াও ফ্রিজিং ওষুধ খোলা অবস্থায় রাখার প্রমাণ পায়।

 

সাজাপ্রাপ্ত আসামী মোশারফ হোসেন বন্দর থানাধীন গকুলদাসেরবাগ এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে।

 

বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আফিফা খাতুন বলেন, নিম্নমানের মিস ব্রান্ডেড ওষুধ বিক্রয় ও ফ্রিজিং ঔষধ খোলা স্থানে রাখার অপরাধে ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com