ফতুল্লায় মিশওয়ার ফ্যাশনের গোডাউনে চুরি
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার শিয়ারচরে বিকেএমএ’র সাবেক সহ-সভাপতি শামীম আহমেদের মালিকানাধীন মিশওয়ার ফ্যাশন ওয়ার ও মাস সিএনজি ওয়াকর্স লিমিটেডের গোডাউনে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে ওই গোডাউনের দেয়াল ভেঙ্গে চোরের দল মালামাল নিয়ে যায়। মালিক পক্ষের দাবি, তাদের প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
মিশওয়ার ফ্যাশন ওয়ার ও মাস সিএনজি ওয়াকর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ জানান, কর্মচারীর মাধ্যমে খবর পেয়ে গোডাউনে এসে দেখি দেয়াল ভাঙ্গা, মালামাল উধাও।
তিনি জানান, প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তবে এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ধরণের কোন অভিযোগ আমরা পাইনি।