পাইকপাড়ায় নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম উদ্বোধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের পাইকপাড়ায় নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু।
সকালে জয় গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত। একদিনে ৬২৬জন নতুন ভোটার তাদের নাম তালিকাভূক্ত করে ছবি তোলেন। এদের মধ্যে ৩১০ জন পুরুষ ও ৩১৬জন মহিলার ছবি উঠানো হয়।