কাশীপুরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে খাদ্য অধিদপ্তর আয়োজিত দরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে (১০ টাকা কেজি) প্রত্যেককে ৩০ কেজি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জের সদর উপজেলার উপ-খাদ্য পরিদর্শক আকলিমা হায়দারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ শেষে পরিবেশক আল আমিন সাংবাদিকদের বলেন, স্বল্পমূল্যে চাল বিতরণ সুশৃংখলভাবে করতে ৮-১০জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিল। চাল বিতরণ সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
প্রসঙ্গত পরিবেশক আল আমিন নারায়ণগঞ্জের মধ্যে শ্রেষ্ঠ ডিলার হিসাবে সম্মান অর্জন করেছে।