সোনারগাঁয় ২ অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার
![](https://pressbangla24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সোনারগাঁ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয় দুই অটোরিক্সা ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই অটোরিক্সাও উদ্ধার করা হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁর নোয়াগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সোনারগাঁ ছোট আলমদী এলাকার মহসিনের ছেলে রাসেল (২৫) ও মহজমপুরের আব্দুল ওয়াদুদ ভুইয়া ছেলে ফয়সাল (২৫)।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ জানান, গত ১১ সেপ্টেম্বর রাত সন্ধ্যায় আড়াইজাহার থানাধীন আতাদী গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল (২২) অটোরিকশা নিয়ে আড়াইহাজার থানাধীন থানা মোড়ের সামনে অবস্থান কালে তিন জন যুবক অটোরিকশাটি সোনারগা থানাধীন নোয়াগাও যাবার কথা বলে ভাড়া নেয়। পরে একটি ধারালো অস্ত্র ও পলিথিনের ব্যাগে করে মরিচের গুড়া আসে এবং উক্ত ধারালো অস্ত্র দিয়ে অটোচালক রুবেলকে এলোপাথারী কুপিয়ে ও চোখে মরিচের গুড়া নিক্ষেপ করে অটো চালকের কাছ থেকে রিক্সাটি ছিনিয়ে নেয়।
পরে অটো চালক শনিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করে।