সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার ছেলের হত্যা মামলাসহ ১৩টি মামলার আসামি সায়েদ আলম মুন্নাকে (৩১) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম পাটোয়ারির নেতৃত্বে নয়াআটি মুক্তিনগর এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে বিক্রমপুর গেস্ট হাউজের সামনে থেকে তাকে ১২৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
সায়েদ আলম মুন্না সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার আবুল কালামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল হক বলেন, ২০১৮ সালের ১৪ মার্চ বিএনপি নেতা আকরাম হোসেনের ছেলে জয় হত্যা মামলার প্রধান আসামি মুন্না। জয় পুলিশের সোর্সও ছিল। এই হত্যা মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৩টি মামলা রয়েছে। যার মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।