আ’লীগ ও বিএনপি দু’দলের নেতা সেলিম গ্রেফতার !
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম অহ্বায়ক ও সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের ঘনিষ্ঠজন সেলিম মজুমদারকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত সেলিম আওয়ামীলীগ ও বিএনপি দুই দলের নেতা হিসেবেও পরিচিত ।
রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সন্ত্রাসী সেলিমকে গ্রেফতার করেছে ।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর আদমজী ইপিজেডের ঠিকাদার মাসুদুর রহমানের উপর হামলা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়। এছাড়াও একাধিক সন্ত্রাসী কর্মকান্ড এবং শেখ হাসিনার ছবি বিকৃত ও ভাঙচুর করা অভিযোগসহ ৭টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতাকৃত সন্ত্রাসী সেলিম মজুমদার সিদ্ধিরগঞ্জ থানার কমদমতলী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে । সে সিদ্ধিরগঞ্জ তাঁতীলীগের সাধারণ সম্পাদক এবং একই সাথে সিদ্ধিরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদেও তিনি রয়েছেন।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, অপরাধী যেই হোক অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে ।