শাসনগাঁওয়ে জাকির কম্পিউটার সেন্টারে হামলা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার শাসনগাঁওয়ে জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একদল বখাটে সন্ত্রাসী গত বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানটিতে ওই হামলা চালায়।
প্রতিষ্ঠানটির মালিক জাকির আহমেদ জানান, শাসনগাঁও এলাকার বাদশা মিয়া ও ঝুনু বেগমের ছেলে হৃদয় তার দলবল নিয়ে বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানটিতে হামলা চালায়। এসময় প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতিসাধন করে। হামলায় প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত কয়েকজন শিক্ষার্থীও আহত হয় বলে দাবি করেন জাকির।
জাকির আরও জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করার কারণে পুনরায় প্রতিষ্ঠানটিতে দফায় দফায় হামলা চালানো হয়।
জাকিরের অভিযোগ, হৃদয় গংরা দলবল নিয়ে পুনরায় আক্রমন করে বাড়ীর ভিতর প্রবেশ করে দরজা খোল, বাইরে আয়, মাইরা ফেলমু বলে চিৎকার চেচামিচি সহ বড় বড় ইট, পাটকেল বাড়িতে ছুড়ে এবং বাড়ির সবাইকে মেরে ফেলার হুমকি দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।