ফুটবলেও আমরা একদিন দাঁড়াবো: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ফুটবলেও আমরা একদিন দাঁড়াবো। একসময় বাংলাদেশকে কেউ চিনতো না। কিন্তু ক্রিকেটের কারণে এখন বাংলাদেশকে সারাবিশ্ব চিনে। ফুটবলেও আমাদের অতীত ঐতিহ্য ছিল, ভবিষ্যতেও আমরা আবার দাঁড়াবো।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

খেলায় কাশীপুর ইউনিয়ন ২-০ গোলে বক্তাবলী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 

শামীম ওসমান আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলে-মেয়েদেরকে খেলাধুলা করতে হবে। তাই এই বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট। আগে এই দেশকে অনেকেই চিনত না । এখন ক্রিকেটের জন্য বিশে^র প্রতিটি দেশই চিনে । শ্রদ্ধার সাথে দেখে এই বাংলাদেশকে । এইভাবে একদিন আমরা ফুটবলেও দাঁড়াবো । গ্রামগঞ্জের অনেক মেধাবীরা সুযোগ পায় না। তাদেরকে এই টুর্ণামেন্টের মাধ্যমে খুঁজে বের করাই উদ্দেশ্য ।

 

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দনশীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কাশীপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, বক্তাবলী ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবকে সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ক্রীড়া ব্যাক্তিত্ব ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু ও ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম – সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com