বক্তাবলীতে থ্রী-হুইলার চুরির সময় দুই চোর পাকড়াও

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগর গ্রামের খাজা মার্কেট হইতে থ্রী-হুইলার চুরির সময় দুই চোরকে এলাকাবাসী হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বক্তাবলীর প্রসন্ননগর খাজামার্কেট এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, দুই চোর হৃদয় (২০) পিতা মৃত নাছির উদ্দিন সে গোপচর এলাকার ভাড়টিয়া তার গ্রামের বাড়ি সিলেট এর সুনামগঞ্জ এবং রোহান (২১) পিতা মোঃ সিদ্দিক সে ডিক্রীরচর এলাকার ভাড়াটিয়া তার গ্রামের বাড়ি রংপুর। থ্রী-হুইলারের মালিক মুজিবুর প্রসন্ননগরের বাসিন্দা বলে জানা গেছে।

 

জানা গেছে, প্রসন্ননগরে রাত ৩টায় থ্রী-হুইলার চুরির সময় মালিক মুজিবুর দেখে ফেললে দুই চোরের সাথে থ্রী-হুইলারের মালিক এর হাতাহাতির ঘটনা ঘটে। এসময় দুইচোর মালিক মুজিবুরকে কিলঘুসি মারলে তার স্ত্রী ছুটে আসে। এক পর্যায় মুজিবুরের স্ত্রীকেও দুই চোর কিলঘুসি মারলে মুজিবুরের স্ত্রী সুলতানা রক্তাক্ত জখম হয়। পরে চিৎকার করলে এলাকাবাসী এসে দুই চোরকে পাকড়াও করে গণপিটুনি দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এলাকাবাসী পরে ফতুল্লা থানায় খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়।

 

ফতুল্লা থানার এএসআই আজিম  তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com