সাংবাদিক মহসীন আলমের মায়ের কুলখানি ও দোয়া শুক্রবার

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক লাখো কণ্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মহসীন আলমের মা মোনোয়ারা বেগম কুলখানি ও দোয়া আগামীকাল শুক্রবার।

 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা ফতুল্লা রেল স্টেশন এলাকায় ওই দোয়ায় সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করেছেন মহসীন আলম।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটে নারায়ণগঞ্জ মক্কা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোনোয়ারা বেগম
ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন। তিনি দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বুধবার ফতুল্লা পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com