শুক্রবার কদমতলীত জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলছা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আগামী শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের কদমতলীতে জাকের পার্টির আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হবে।

জাকের পার্টির সদস্য কলামিস্ট এম এ মাস্উদ বাদলের বাসভবনে প্রতি বছরের মত নক্সবন্দী মুজাদেদিয়া তরিকা নিমানুযায়ী মুরুব্বীয়ানদের পবিত্র রূহের মাগফেরাত কামনায় ইছালে জলসা অনুষ্ঠিত হবে।

 

জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাকের পার্টির চেয়ারম্যানের একান্ত সচিব, জাকের পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুরাদ হোসেন জামাল।

 

জলসায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন- বিশ্ব জাকের মঞ্জিলের খাদেমহযরত মাওঃমাঈউদ্দিনআহাম্দ আনছারী।

 

জলসায় সবাইকে উপস্থিত থাকার জন্য এম এ মাসউদ বাদল অনুরোধ জানিয়েছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com