শিক্ষাখাতে সরকারের পদক্ষেপ যুগান্তকারী: আতা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শিক্ষাখাতে বর্তমান সরকারের পদক্ষেপকে যুগান্তকারী ও সফল বলে মন্তব্য করেছেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রেসবাংলা২৪ডটকম’কে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেছেন, সম্প্রতি সরকার প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি স্কুল ড্রেসের জন্য দুই হাজার টাকা করে দেবার যে প্রকল্প নিয়েছেন তা ঐতিহাসিক।

 

কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের এই পরিশ্রমী নেতা বলেন, আওয়ামী সরকার এর আগেও দুই দফায় ক্ষমতায় এসে শিক্ষাখাতে যুগান্তকারী সব পদক্ষেপ নিয়েছেন। শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন।

 

তিনি বলেন, নকলমুক্ত পরিবেশ, সৃজনশীল পদ্ধতি প্রবর্তন, মাধ্যমিক শিক্ষাবৃত্তি, মেয়ে শিক্ষার্থীদের মেধাবৃত্তিসহ আরো যেসব পদক্ষেপ নিয়েছেন তা দেশের শিক্ষাব্যবস্থার এক অনন্য দৃষ্টান্ত।

 

আতাউর রহমান বলেন, শুধু শিক্ষাখাতেই নয়, এ সরকার তথ্যযোগাযোগ ও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ণ করেছেন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com