বাবার মত ছেলেকেও অপহরণের হুমকি নূর হোসেনের শ্যালকের

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোনারগাঁয়ের যুবলীগ নেতা অপহৃত ইসমাইলের মতো তার ছেলেকেও অপহরণের হুমকি দিয়েছে আলোচিত সাত খুনের ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের শ্যালক নূর আলম খান ও তার সহযোগীরা।

ইসমাইল অপহরণ মামলা তুলে নেয়ার জন্য এ হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ইসমাইলের স্ত্রী জোসনা বেগম জেলা পুলিশ সুপার হারুন অর রশিদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, জোসনা বেগম পেশায় গৃহিণী। তার দুই ছেলে, দুই মেয়ে ও স্বামীকে নিয়ে সংসার জীবনে সুখে ছিলেন। ব্যবসায়িক ও রাজনৈতিক কারণে শত্রুতাবশত নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন ও তার শ্যালক নূর আলম একই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক র‌্যাব কর্মকর্তাদের দিয়ে (সাতজন অপহরণ ও খুনের পূর্বে) প্রথমে তার স্বামী যুবলীগ নেতা ইসমাইল হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়।

পরে ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে র‌্যাব পরিচয়দানকারী দুর্বৃত্তরা ইসলামাইল হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আদমজীনগর র‌্যাব-১১-এর তৎতালীন সিও তারেক সাইদ দুই কোটি টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে।

তাদের দাবিকৃত দুই কোটি টাকা দিতে না পারায় এখনও পর্যন্ত তিনি তার স্বামী ইসমাইলের সন্ধ্যান পাননি। এ বিষয়ে নূর হোসেন তার শ্যালক নূর আলম খান, র‌্যাবের সাবেক কয়েকজন অফিসারসহ অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে।

জোসনা বেগম অভিযোগে আরও উল্লেখ করেন, নূর হোসেন কারাগারে বন্দি থাকলেও ইসমাইল অপহরণ মামলায় জামিনে মুক্তি পেয়ে তার শ্যালক নূর আলম খান তার অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ২২ আগস্ট বিকালে কাঁচপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর শোক দিবসের মিলাদ মাহফিল চলার সময় অনেকের সামনে নূর আলম তার সহযোগী মাহবুব ও সোহেলসহ কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে ইসমাইল অপহরণ মামলা তুলে নিতে হুমকি দেয়।

তিনি জানান, যদি তিনি তার দেবর ইসমাইল অপহরণ মামলার বাদী আবদুল মান্নানকে দিয়ে মামলা তুলে না নেয় তাহলে ইসমাইলের মতোই ইসমাইলের ছেলেকেও র‌্যাব দিয়ে অপহরণ করে হত্যা করা হবে। এমন হুমকির পর থেকে নূর আলম খান ও তার বাহিনীর অন্য সহযোগীরা প্রায় সময় তাদের বাড়ির আশপাশে মহড়া দিচ্ছে।

জোসনা বেগম জানান, পুলিশ সুপার সোনারগাঁ থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। নূর আলম তার সহযোগী মাহবুব ও সোহেলকে গ্রেফতার করে রিমান্ডে নিলে ইসমাইল অপহরণের বিষয়ে তথ্য পাবে পুলিশ।

তিনি আরও বলেন, ৫ বছর যাবৎ আমি আমার স্বামীর অপেক্ষায় আছি। আমাকে এখনও কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ইসমাইলের সন্ধান দিতে পারেনি। আমি আমার স্বামীর সন্ধান চাই।

নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, ইসমাইলের স্ত্রীর অভিযোগটি সংশ্লিষ্ট থানার পরিদর্শককে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com