গোগনগরে কভার্ডভ্যানের চাপায় নিহত ২

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের গোগনগরে কভার্ডভ্যানের চাপায় ব্যাটারীচালিত অটো রিকশায় থাকা দুইজন নিহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক জামাল হোসেন (৪০) সদর উপজেলার গোগনগরের ভাসানী সরদারের ছেলে ও যাত্রী মাসুদ মিয়া (৪২) রাজধানীর কামরাঙ্গির চর এলাকার আবুল হোসেনের ছেলে।

 

 

প্রত্যক্ষদর্শীদের বরাত নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা বলেন, ভোর ৬টায় প্রিমিয়ার সিমেন্টের একটি কভার্ডভ্যান পিছন থেকে অটোরিকশাটি চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় চালক জামাল হোসেন। গুরুতর আহত মাসুদ মিয়াকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

 

তিনি বলেন, ভোর ৬টায় ঘটনা হলেও সকাল সাড়ে ১০টায় স্থানীয়রা জানালে পুলিশ গিয়ে জামাল হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। কভার্ডভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির দুটি কাভার্ডভ্যান আটকে রাখে ও সড়কে আগুন দিয়ে অবরোধ করে। তখন অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com