আড়াইহাজারে গাঁজাসহ গ্রেফতার ৩
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে গাঁজাসহ ৩ গাজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার ভোরে উপজেলার গোপালদী বাজারে গুড়পট্টি এলাকায় কয়েকজন মাদক বিক্রেতা প্রকাশ্যে মাদক বিক্রি করছে এমন সংবাদে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ দাইরাদী এলাকার হাজী আঃ কাদির মোল্লার ছেলে জামাল মোল্লা (৫০) ও উলুকান্দী এলাকার মালেকের ছেলে জলিল (৩৫) ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।
অপরদিকে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুয়াকান্দিতে প্রকাশ্যে গাঁজা বিক্রি করার সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে মনসুর খান (২৪) নামে এক গাজা বিক্রেতাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাসী করে তার দেহের সাথে বাধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মনসুর খান বরিশালের বাকেরগঞ্জ থানার আতাকাঠি এলাকার শাহজাহান খানের ছেলে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।