সমাবেশেই সুখবর দিলেন শামীম ওসমান!

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সমাবেশে সুখবর দিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি দাদা হতে চলেছেন-হাজার হাজার মানুষের নেতাকর্মীদের সাথে সে সুখবরটি ভাগ করলেন আলোচিত এই এমপি।

 

শনিবারের ( ৭ সেপ্টেম্বর) সমাবেশে তিনি জানান, তাঁর পুত্র অয়ন ওসমান বাবা হতে চলেছেন।

 

জনসভায় শামীম ওসমান বলেন, আমরা পাঁচ ভাই-বোন। আমরা তিনভাই জন্ম নিছি তখন আমার বাপ ছিল জেলে। আমার বড় ভাইয়ের ছেলে জন্ম নিছে তখন ও ছিল কাদের বাহিনীতে। আমার ছেলে জন্ম নিছে আমি তখন জেলে। এখন আবার ছেলের বাচ্চা হবে সামনে সেটা নিয়ে আমার বউ খুব চিন্তিত, এখন কি হবে? বহুত টেনশনে আছে।

 

এদিকে সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছেন, আগামী মাসের মধ্যেই অয়ন ওসমান বাবা হতে চলেছেন।

 

২০১৭ সালের ডিসেম্বরে সাংসদ পুত্র অয়ন ওসমানের সাথে এক সময়ের রাজনীতিক খোকা মহিউদ্দিনের নাতনি ও গুলশান সিনেমা হলের মালিক ফয়েজউদ্দিন আহমদ লাভলুর মেয়ে ইরফানা আহমদ রাশমীর বিয়ে হয়। ওই বছরের ১২ ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com