ঘরে নতুন বউ মিছিলে স্বামী খান মাসুদ!

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ঘরে নতুন বউ। চলছে বৌ-ভাতের অনুষ্ঠান। আগত অতিথিদের আপ্যায়নের পরে কুশল বিনিময় করার কথা কিন্তু তা ফেলে নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে গেলেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাঁন মাসুদ।
নেতার ডাকে শনিবার (৭ সেপ্টেম্বর) অগ্নিপরিক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছেন এই ছাত্রনেতা।
শনিবার শামীম ওসমান এর ডাকে ‘রুখে দাড়াও স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে’- জনসভায় নিজের বৌ-ভাত অনুষ্ঠান রেখে রাজপথে মিছিলের নেতৃত্ব দিলেন বন্দর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মাসুদ।
রাজপথ স্লোগানে স্লোগানে মুখরিত করলেন এই বলে ডাক দিয়েছে শামীম ভাই ঘরে থাকার সময় নাই, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ভাইয়ের ঘাটি নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি।
শুধু শনিবারের সমাবেশ নয়, অন্যান্য সভাসমাবেশেও খাঁন মাসুদের মিছিল সকলের নজর কাড়ে।
মিছিলে এসময় বন্দর থানা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।