সভামঞ্চে এসে স্লোগান ধরলেন শামীম ওসমান

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ‘রুখে দাঁড়াও স্বাধীনতা ও দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে’- এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত শনিবারের সমাবেশে মঞ্চে এসেই স্লোগান ধরলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বিকাল ৪টার দিকে তিনি মঞ্চে এসে উপস্থিত হন। কিছুক্ষণ পরেই তিনি মাইকের সামনে এসে দাঁড়ান। এসময় নেতাকর্মীরা ভেবেছিলেন তিনি বক্তব্য রাখবেন।
কিন্তু তিনি মাইকে এসে নেতাকর্মীদের নিয়ে স্লোগান ধরেন।
এসময় তিনি বলেন, যে আমলেই মিটিং করি একটা রহমতের বৃষ্টি আসে। আমাদের সমাবেশের উপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে। বৃষ্টি হবার কারণে অনেকেই অনেকেই মনে মনে আশা করে-গেল গেল গেল, বৃষ্টিতে মিটিং শেষ হয়ে গেলো, সবাই চলে গেলো। তাদের কাছে বলি, ভাই আমি ৬ফুট দুই ইঞ্চি মানুষ। এখান থেকে শেষ দেখতে পারতাছি না। আপনারা দেখেন, আমি ত জানি না। বক্তব্য রাখবো, ধৈর্য্য ধরেন, জরুরি কথা আছে।
নগরীর মিশনপাড়ায় নবাব সলিমউল্লাহ সড়কে ট্রাকের উপর ওই অস্থায়ী সভামঞ্চ তৈরি করা হয়।
এসময় সভাস্থলে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি চন্দন শীল, এড. ওয়াজেদ আলী খোকন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি শামসুল ভূইয়া, জেলা মহিলা লীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহসিন মিয়া প্রমুখ