শামীম ওসমানের সভায় যুবলীগ নেতা সনম, বিশ্বজিৎ তপুর নেতৃত্বে মিছিল

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নগরীতে শামীম ওসমানের জনসভায় ফতুল্লা থানা যুবলীগ নেতা খায়ের উল্লাহ সনম, বিশ^জিৎ ম-ল শুভ ও তপু ম-লের নেতৃত্বে
বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছে নেতাকর্মীরা।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লার কাশীপুর থেকে মিছিলটি বের হয়ে পায়ে হেঁটে নগরীর চাষাড়া পর্যন্ত যায়।

 

মিছিলে আরও উপস্থিত ছিলেন-রনি, হীরা, বাবু, আরাফাত, মিজান, মিলন, সজল, লালন, মকবুল, লিটন প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com