‘রত্নগর্ভা মা’ সম্মাননা পেলেন কবি লুৎফা জালাল

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ‘দি ইঞ্জিনিয়ার্স রত্নগর্ভা মা’ সম্মাননা পেয়েছেন কবি লুৎফা জালাল। প্রকৌশলীদের সংগঠন-ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ (আইইবি) প্রথমবারের মতো দেশের কৃতি প্রকৌশলীদের মায়েদের এই সম্মননা প্রদান করে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে লুৎফা জালালের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানে মোট ৫৫জন মাকে এই সম্মাননা দেয়া হয়।

 

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: ওয়ালিউল্লাহ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ এর চেয়ারম্যান প্রকৌশলী আব্দুস সবুর, প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

 

 

 

লুৎফা জালাল আশি দশকের কবি ও গীতিকার। এ পর্যন্ত তিনি পাঁচটি গ্রন্থ প্রকাশ করেছেন। লেখালেখি, সংসার সন্তান পালনে তিনি অনন্যা। ২০১৩ সালের নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ মা-২০১৩ পদকে ভূষিত হয়েছেন। লুৎফা জালাল চার সন্তানের জননী।

 

 

প্রথম সন্তান ড. জেবউন নেছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে প্রথম শ্রেণি সহ স্নাতক, স্নাতকোত্তর অর্জন করেন। ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন এবং একজন মুক্তিযুদ্ধ গবেষক এবং সংগঠক। তিনি ১২টি গ্রন্থ প্রকাশ করেছেন।

 

 

দ্বিতীয় সন্তান জাকারিয়া জালাল; বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ করেন। পরবর্তীতে বোষ্টন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। প্রশিক্ষণ গ্রহণ করেন জাপান এবং ভারত থেকে। পৃথিবীর ৪০টি দেশে পরিদর্শন করেন এবং কনফারেন্স, সেমিনারে অংশগ্রহণ করেন।

 

 

তৃতীয় সন্তান মোঃ জান্নাতুল জালাল পদ্মা অয়েল লিমিটেড কোম্পানিতে কেমিক্যাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন।

 

 

চতুর্থ সন্তান জাবের বিন জালাল আকিজ গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে ‘স্বাস্থ্য কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি সম্পন্ন করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com