মেম্বার জলিল গাজীর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমানের জনসভায় বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার জলিল গাজীর নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে যোগদান করা হয়েছে ।
শনিবার (৭ সেপ্টেম্বর ) দুপুরে বক্তাবলীর রাধানগর থেকে জলিল গাজীর নেতৃত্বে মিছিল নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান করেছেন ।
জনসভায় শামীম ওসমান বলেন, অনেকের আজকের এই সমাবেশ নিয়ে অনেক প্রশ্ন ছিল। তাদের উদ্দেশ্যে বলছি, যদি জননেত্রী শেখ হাসিনা অপশক্তির বিরুদ্ধে ডাক দেয় তখন আমরা ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি, এটা জানান দিতেই সভা। এই সভা লোকাল কোন ইস্যুতে না।