বক্তাবলীর আ’লীগ নেতা বাছির সরদারের নেতৃত্বে মিছিল

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর চাষাড়ায় মিছিল নিয়ে যোগ দিয়েছেন বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগরের আওয়ামী লীগ নেতা বাছির সরদার ও আব্দুল বারেক মোল্লা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন-হানিয়া ফকির, আসাদ ভান্ডারী আমিনুল মেম্বার , ঠাকুর মাতব্বর, হাজী আলম ফকির, আঃ লতিফ, জাজ মিয়া, দুদু মিয়া, আক্কাস, রিয়াদ চিশতি আতাউর রহমান, পিয়ার হোসেন কয়াল, সহিদুর রহমান প্রমুখ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com