পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা মহানগর স্বেচ্ছাসেক লীগের
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ মহানগর কমিটির নেতারা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো মহানগর কমিটির সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদলিপিতে বলা হয়, ‘সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সাধারণ সম্পাদক বরিশাল-৪ আসনের বার বার নির্বাচিত সংসসদ সদস্য, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক, দুঃসময়ে রাজপথের পরিক্ষিত নেতা, জননেতা জনাব বাবু পংকজ নাথ এম, পি’র বিরুদ্ধে জামায়েত , বিএনপি এজেন্ডারা ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ ও অশ্লীল ভিডিও প্রকাশ করে জাতীয় নেতার চরিত্র হরণ করার যে অপপ্রয়াস চালিয়েছে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে ।
সকল ষড়যন্ত্রকারী মানুষরূপী জানোয়ারদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।’