না’গঞ্জ আমার শহর: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বলেছেন, আগামী বছর মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী। তাই আমরা বিদ্যুৎবিভাগ থেকে পরিকল্পনা নিয়েছি আমরা এক ঘন্টা বেশি কাজ করবো। বছরটাকে আমরা সেবা বর্ষ হিসেবে পালন করবো।’
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই নারায়ণগঞ্জ আমার শহর। ছোটবেলায় এখানেই বড় হয়েছি। ফতুল্লায় আমাদের ববাড়ি ছিল। শামীম ভাইয়ের বাবা আমার বাবার সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে একজন। ওনারা যখন আমাদের বাড়িতে খেলাধুলা করতো আমাকে তখন একটা সাইড লাইনে দাঁড় করিয়ে রাখতো।
তিনি আরও বলেন, ‘শামীম ওসমান আমার বড় ভাই, এই এলাকার সংসদ সদস্য। শামীম ভাইয়ের পাশে দাঁড়িয়ে সুন্দর করে বক্তব্য দেওয়ার মতো খুব কম লোকই আছে। তিনি চমৎকার কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, ইজিসিবির এমডি অরুণ কুমার সাহা, জেলা প্রশাসক মো. জসিমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক প্রমুখ।