খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর থানার আলীরটেক ইউনিয়নে ডিক্রীরচরে খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু ৭ বছর আগে এই ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠা করেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু ।
প্রধান অতিথি আলহাজ্ব এম শওকত তার বক্তব্যে বলেন আঃ খালেক মাস্টার ডায়াবেটিস হাসপাতাল অত্যন্ত সুনামের সহিত চিকিৎসা দিয়ে আসছে যা প্রশংসার দাবিদার । প্রত্যন্ত অঞ্চলে এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে ডা. শফিউদ্দিন আহমেদ মিন্টু সত্যি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন । আমরা তাকে এই মহৎ কাজের জন্য সাধুবাদ জানাই । পাশাপাশি ডায়াবেটিস চিকিৎসার ছাড়া অন্যান্ন চিকিৎসার দেয়ার আহবান জানান তিনি । বিশেষ করে গাইনী চিকিৎসা দেয়ার জন্য অনুরোধ করেন চেয়ারম্যান শওকত।
অনুষ্ঠান শুরু কোরআন তেলোয়াতের মাধ্যমে হয়। পরে মোনাজাত ও দোয়ার করেন আলীরটেক মাদ্রাসার মোহতামীম আতাউল হক সরকার ।
অনুষ্ঠানে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান এর সভাপতিত্বে এবং ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম মাস্টার, রকিব উদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মোঃ খোকন , আঃ আজিজ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ।