কাশীপুরের যুবলীগ নেতা সেলিম-মনিরের নেতৃত্বে মিছিল নিয়ে সমাবেশে যোগ

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: এমপি শামীম ওসমানের আহবানে বিশাল সমাবেশে কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম-মনিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন। ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নির্দেশে এ মিছিলটি বের করে সমাবেশে যোগদান করে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর তিনটায় কাশীপুর হতে মিছিল নিয়ে পায়ে হেটে শহরের সমাবেশে যোগদান করেন।

 

এদিকে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভোলাইল ঈদগাহ মাঠে একত্রিত হয়ে কয়েক হাজার নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে শামীম ওসমানের সমাবেশে যোগদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাশিপুর ইউনিয়ন যুবলীগ নেতা সেলিম-মনিরের নেতৃত্বে বিশাল মিছিলটি।

 

মিছিলে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা নজরুল ইসলাম, মশিউর রহমান দুলাল, নাসির, সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com