নারায়ণগঞ্জকে নিয়ে চক্রান্ত হচ্ছে, ৭ তারিখের জনসভা সফল করুন : হেলাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা: আগামী ৭ সেপ্টেম্বর সাংসদ শামীম ওসমান কর্তৃক ডাকা জনসভা সফলের লক্ষে মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনুর উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উত্তর চাষাঢ়ায় অবস্থিত শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনুর কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভার অনুষ্ঠানে মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল বলেন নারায়ণগঞ্জকে নিয়ে চক্রান্ত হচ্ছে আপনারা ৭তারিখের জনসভা সফল করুন । আমাদেরকে এই চক্রান্ত রুখে দিতে শামীম ভাইয়ের ৭তারিখের জনসভাকে সফল করতে চাই । আমরা নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে নিয়ে চক্রান্ত মেনে নিতে পারবনা । যারা চক্রান্তকারী তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নারায়ণগঞ্জ নিয়ে অনেক খেলেছেন আর না এবার তার জবাব দেয়ার সময় এসে গেছে । কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা প্রস্তুত হন ৭তারিখের জনসেবা সফল করার জন্য এবং চক্রান্তকারীদের রুখে দেওয়ার জন্য ।
প্রস্তুতি সভায় সাজনু নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ৭ তারিখের জনসভায় আপনাদেরকে সর্বশক্তি দিয়ে যোগদান করতে হবে এবং জননেতা একে এম শামীম ওসমানের ডাকে সাড়া দিয়ে সমাবেশ সফল করতে হবে । আমরা নারায়ণগঞ্জ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ আবারো রেকর্ড প্রমান করতে চাই শামীম ওসমানের কর্মীরা দলের প্রয়োজনে সবসময় রাজপথে আছে থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগ সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূঁইয়া, জেলা তাঁতীলীগের সদস্য সচিব ভিপি আলমগীর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সহ সভাপতি শাহীন আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার, সভাপতি মো. মানিক শেখ, সহ সভাপতি সাব্বির আহম্মেদ, সহ সভাপতি আব্দুল কাইয়ুম পলাশ, দপ্তর সম্পাদক ইমরান রশীদ, হকার্স লীগের সভাপতি রহিম মুন্সি, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা স্বপন, মহানগর তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, যুগ্ম আহ্বায়ক কাজী ফজলুল কাদের হীরণ, সাইফুল আলম বিপ্লব, মিলন মোল্লা, সাগর, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ ও হোসেন প্রমুখ।