না’গঞ্জে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: র‌্যাবের অভিযানে ফেনডিসিল সহ গ্রেপ্তার হওয়া মাদক মামলার দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময়ে দণ্ডিতরা পলাতক ছিলেন।

 

দ-িতরা হলেন বরিশালের পটুয়াখালীর সুমন হাওলাদার (৩৯) ও সাহাবদ্দিন (৩৩)। তারা দুইজনই এই মামলায় জামিনে বেরিয়ে বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে কারাভোগের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা আদালতের এপিপি জাসমিন আহমেদ জানান, ২০০৯ সালের ২৯ নভেম্বর র‌্যাবের অভিযানে ফতুল্লার সাইনবোর্ড চেকপোস্ট এলাকা থেকে ২৬৮ বোতল ফেন্সিডিলসহ আসামীদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com