তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলার আবেদন

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির অভিযোগে নারায়ণগঞ্জের একটি আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী রোববার আদেশের দিন ধার্য করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন বাদল বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক) অঞ্চল আমলী আদালতে মামলাটির আবেদন করেন।

মামলায় বাদী অভিযোগ করেন, সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক জিয়া বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদের জাতির পিতা জিয়াউর রহমান। সেই সঙ্গে দেশের সংবিধান নিয়ে কটুক্তি করেছেন। যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। তার এমন বক্তব্য মানহানিকর।

 

মামলার আবেদনে বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা ও সিনিয়র আইনজীবী আশরাফুল আলমসহ অন্যান্য আইনজীবরা।

 

এদিকে মামলা দায়েরের সময় বাদী আকরাম হোসেন বাদলের সাথে নারায়ণগঞ্জের আদালত হাজির হওয়ার জন্য বঙ্গবন্ধুর মত দেখতে আরুক মুন্নী গোপালগঞ্জ হতে নারায়ণগঞ্জে এসেছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com