ফতুল্লায় গণধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় তেল কিনতে যাওয়ার সময়ে কিশোরীকে জঙ্গলে নিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১১ এর একটি টিম গতকাল বুধবার ভোরে টাঙ্গাইলের এলেঙ্গায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত এএম সামাদের ছেলে আব্দুল কাদের শান্ত (১৯) ও তার সহযোগী একই এলাকার মৃত মিজানের ছেলে আবু বক্কর সিদ্দিক শুভ (২৩)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ আগস্ট রাত সাড়ে ৮টায় ১৫ বছরের কিশোরী সরিষার তেল কিনতে জন্য একা তার বাসার পাশে মুদিরদোকানে যায়। এসময় ভুক্তভোগীর পূর্ব পরিচিত রাজন তাকে জোরপূর্বক ফতুল্লা রেলস্টেশন এলাকার বালুর মাঠের নির্জন ও অন্ধকারাচ্ছন্ন স্থানে নিয়ে যায়। সেখানে রাজন, শুভ, শান্ত ও অজ্ঞাত আরো ২ থেকে ৩ জন মিলে ভুক্তভোগী কিশোরীকে পালাক্রমে গণধর্ষণ করে। ধর্ষণের পর এ ব্যাপারে কাউকে কিছু না বলার জন্য ভুক্তভোগীকে হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে ভুক্তভোগীর মা বিষয়টি জানার পর পরদিন থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পলাতক ছিল আসামিরা।